মুম্বই: কিছুদিন আগেই বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মুম্বইয়ে নিজের বাড়িতে আত্মহত্যা করেন। তাঁর আত্মহত্যার পর সাধারণ মানুষের মনে উঠেছে প্রশ্ন।
এই বিষয়ের উপরেই প্রযোজক বিজয় শেখর গুপ্ত একটি সিনেমা তৈরি করতে চলছেন, যার নাম ‘সুসাইড অর মার্ডার?’। ইতিমধ্যে ছবির পোস্টারও প্রকাশিত হয়েছে। সিনেমাতে সুশান্তের জীবন তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।
About The Author
২০১৫ সালে রাজগঞ্জ ব্লকে প্রথমবারের জন্য ফেসবুক পেজের মাধ্যমে খবর প্রকাশিত হল। এলাকায় ডিজিটাল মাধ্যমে খবর প্রচারের সেই শুরু। প্রথমে এই উদ্যোগের নাম রাখা হল, রিজিওনাল নিউজ অন ফেসবুক। পরে তা একটু পরিবর্তন করে রিজিওনাল নিউজ ফিড অর্থাৎ RNF নাম রাখা হল। রাজগঞ্জ ব্লকে সামাজিক মাধ্যমে তথা ডিজিটাল মাধ্যমে খবর প্রচারের কাজ শুরু হল দেবজিৎ সরকারের হাত ধরেই।