ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা! এবার লাইনচ্যুত হল অসমগামী বেঙ্গালুরু-কামাক্ষ্যা এক্সপ্রেস। ১১টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। একাধিক এসি কামরা ছিটকে নেমে পড়েছে লাইন থেকে।
জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে অসমের কামাক্ষ্যা যাচ্ছিল ট্রেনটি। ওড়িশার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছেই ঘটে এমন ঘটনা। জানা গিয়েছে, কটকের মাঙ্গুলিতে আচমকাই ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। আতঙ্কে নেমে পড়েছেন যাত্রীরা। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর আসেনি।
শেষ আপডেট অনুযায়ী, গত ঘণ্টা ধরে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ। ঘণ্টা খানেকের মধ্যেও কোনও উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি বলেই খবর। রেললাইনের ধারেই অপেক্ষা করছেন ট্রেনের যাত্রীরা। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।

