ডেডলাইন শেষ! ‘আমরণ’ অনশনে বসলেন জুনিয়র ডাক্তাররা

সরকারকে দেওয়া ডেডলাইন শেষ, দাবি পূরণ তো হয়ইনি, কোনও সাড়াও মেলেনি সরকারের তরফে! ডেডলাইন শেষ হতেই সাংবাদিক বৈঠক শুরু করেন জুনিয়ার ডাক্তাররা। ‘আমরণ’ অনশনে বসলেন ছয় জন জুনিয়র ডাক্তার। প্রথম দফায় এই ছয় জন অনশন শুরু করলেন বলে জানালেন তাঁরা।

শুক্রবার জুনিয়ার ডাক্তাররা হুঁশিয়ারি দিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে আমরণ অনশন শুরু করবেন। সেই সময়সীমা পার হতেই অনশন শুরু করলেন তাঁরা। সাংবাদিক বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন, প্রথম দফায় ৬ জন জুনিয়ার ডাক্তার অনশনে বসছেন। আর অনশনের স্বচ্ছতা বজায় রাখতে ধর্না মঞ্চে সিসিটিভি ক্যামেরা থাকছে। ধর্মতলা চত্বরে নজরদারি বৃদ্ধি করছে পুলিশ-প্রশাসন।  তাঁদের কথায়, ‘নির্যাতিতার ন্যায়বিচার এখনও অধরা।’

জুনিয়ার ডাক্তাররা বলেন, ‘জয়নগরের ঘটনাই পরিষ্কার করে দিয়েছে কেউ কোথাও সুরক্ষিত নন। ডাক্তার, রোগীদের সুরক্ষার মতো দাবি নিয়ে আমরা এগিয়েছি। কিন্তু নিরাপত্তা এখনও অধরা।’ সিবিআই তদন্ত প্রসঙ্গে জুনিয়ার ডাক্তাররা বলেন, ‘সিবিআইয়ের তদন্তের উপর আমাদের আস্থা ছিল। কিন্তু এখন বলছি সম্পূর্ণ আস্থা নেই। আদালতে যে শুনানি হচ্ছে তাতে বোঝা যাচ্ছে না, তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে।’

আরও বলেন, ‘২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা পর পেলাম শুধুই হুমকি। উৎসবে ফিরতে বলা হচ্ছে, তবে আমরা সেই মানসিককতায় নেই। আজ থেকেই আমরণ অনশনে বসছি আমরা। আমরা কাজে ফিরছি কিন্তু খাবার খাব না।’ প্রথম দফায় অনশনে বসছেন ৬ জন জুনিয়ার ডাক্তার। তবে সেই তালিকায় আরজি করের কেউ নেই। জুনিয়ার ডাক্তাররা বলেন, ‘দাবি পূরণ না হলে বা মৃত্যু না হলে অনশন চলবে। যাঁরা অনশনে বসছেন, তাঁরা নিজেদের উপর আত্মবিশ্বাসী। তবে তাঁদের কিছু হলে দায় রাজ্য সরকারের। আপতত আজকে যাঁরা অনশনে বসছেন, তাতে আরজি করের কেউ নেই।’

About The Author