হেলিকপ্টার দুর্ঘটনায় ৯ নেতা-মন্ত্রী সমেত প্রান হারালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ধ্বংসস্তূপে কোনও প্রাণের চিহ্ন না পেয়ে সরকারি তরফে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ঘোষণা করা হয়েছে।
রবিবার একটি অনুষ্ঠান সেরে ফেরার পথে মাঝ আকাশে হারিয়ে যায় রাইসির কপ্টার। পড়ে জানা যায় সেটি ভেঙ্গে পড়েছে দুর্গম জোলফার পার্বত্য এলাকায়। সারা রাত জুড়ে তল্লাশি অভিযান চলে। আজ সকালে ভেঙে পড়া হেলিকপ্টারের খোঁজ মিলেছে। আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে সেটি। প্রাণের কোনও চিহ্ন নেই বলেই দাবি স্থানীয় সংবাদমাধ্যমের। এরপরই সরকারিভাবেও ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর ঘোষণা করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, বিদেশমন্ত্রী সহ হেলিকপ্টারে যে ৯ জন ছিলেন, সকলেরই মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই রাজনৈতিক রহস্যও যেন উকি দিচ্ছে।