পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ ময়নাগুড়িতে করোনা আক্রান্ত ১৫

ময়নাগুড়ি :  রবিবার ময়নাগুড়িতে নতুন করে আরও ১৫ জন দেহের করোনা সংক্রমণের হদিশ মিলেছে। সংক্রামিতদের মধ্যে একজন ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও তিন জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া ময়নাগুড়ি থানার এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরও সংক্রামিত হয়েছেন। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ময়নাগুড়িতে।

ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ লাকি দেওয়ান বলেন, ‘ব্লকে এদিন মোট ১৫ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে একজন ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক। এছাড়া তিনজন হাসপাতালের স্বাস্থ্য কর্মী, একজন পুলিশের এএসআই। এছাড়া ব্লকের বিভিন্ন এলাকার  আরও দশজন রয়েছেন।’ দ্রুত সকলকে জলপাইগুড়ির কোভিড হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এছাড়া সংক্রামিতদের সংস্পর্শে যেসব ব্যক্তি এসেছিলেন, তাদেরও খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরও নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। ময়নাগুড়ির বিডিও ফিন্টশো শেরপা বলেন, ‘আমরা কাজ করতে শুরু করে দিয়েছি। পুরো বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

About The Author