চাঁদের পর এবার টার্গেট সূর্য! ফের ইতিহাস গড়বে ইসরো

চাঁদের পর এবার সূর্য মুখে রওনা হচ্ছে ইসরো। চন্দ্রযান-৩-এর সাফল্যের সঙ্গে সঙ্গেই বড় ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তুত ইসরোর বিজ্ঞানীরাও। সব ঠিক থাকলে আগামি মাসের প্রথম সপ্তাহেই সূর্যে পারি জমাবে ইসরো।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রওনা হচ্ছে আদিত্য এল ওয়ান। সেটিকে যেতে হবে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে। প্রায় ১৮০ দিনের যাত্রা শেষে সূর্যের মুখে পৌঁছানোর কথা। সূর্যকে পর্যবেক্ষণ করা এই মিশনের মূল উদ্দেশ্য‌। সূর্যের বায়ুমণ্ডল ও চৌম্বক ক্ষেত্র সম্পর্কে তথ্য দেবে বিজ্ঞানীদের। এই যাত্রায় খরচ হচ্ছে প্রায় ৬৭৮ কোটি টাকা।

সূর্যের করোনা, সৌর নির্গমন এই সব তথ্য জোগাড় করবে‌ এই কৃত্রিম উপগ্রহ। সূর্যের বাইরের দিকের তাপমাত্রা প্রায় ১ কোটি কেলভিন নীচের দিকের স্তরের তাপমাত্রা সেই তুলনায় কম। প্রায় ৬০০০ কেলভিন ছিটকে আসা আগুনের ফুলকি পৃথিবীর বায়ুমণ্ডলে কীভাবে প্রভাব ফেলে তা আদিত্য-এল১ খুঁজে বের করবে এমনটাই জানাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। সৌরঝড় এবং সূর্যের অন্যান্য রহস্য জানতে সাহায্য করবে এই অভিযান।

About The Author