বিএসএফ’র তরফে মানবপাচার নিয়ে সচেতনতা শিবির রাজগঞ্জে

রাজগঞ্জ: মানব পাচার এবং বাল্য বিবাহ রোধে স্কুল পড়ুয়াদের সতর্কতা বাড়াতে উদ্যোগ নিল বিএসএফ এবং শক্তিবাহিনী। সোমবার রাজগঞ্জের আমবাড়ি চিন্তা মোহন হাইস্কুলে স্বেচ্ছাসেবী সংগঠন এবং সিনি-র যৌথ উদ্যোগে মানব পাচার বিষয় নিয়ে একটি সচেতনতা শিবির আয়োজিত হল। এই অনুষ্ঠানে স্কুলের ২০০ জন পড়ুয়া অংশ নিয়েছিলেন।

শক্তি বাহিনী এবং ফুলবাড়ির বিএসএফ-এর সঙ্গে রাজগঞ্জের ইভোলিউশন ফাউন্ডেশন মানবপাচার রোধের ব্যাপারে সতর্কতা বাড়াতে উদ্যোগ নিয়েছে। এই অনুষ্ঠান প্রায় মাস খানেক ধরে রাজগঞ্জের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে। উদ্যোক্তাদের তরফে AHTU ইনচার্জ রাজেশ কুমার জানান জানিয়েছেন, স্কুলের পড়ুয়ারা সতর্ক হয়েছেন। তাঁদের মধ্যেও এই সব বিষয় নিয়ে উৎসাহ ছিল। আগামীতেও এলাকার বিভিন্ন স্কুলে এই ধরনের অনুষ্ঠান চলতে থাকবে।

About The Author