টাইটানের সঙ্গেই চিরতরে হারিয়ে গেলেন ৫ ধনকুবের

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে আটলান্টিক সাগরে চিরতরে হারিয়ে গেলেন ৫ ধনকুবের পর্যটক। সেই তালিকায় রয়েছে পাকিস্তানের শাহজাদা দাউদ এবং তাঁর ১৯ বছরের ছেলে। ওই পাঁচজনের দেহ হয়ত আর কখনও পাওয়া যাবে না।

১০০ বছরের বেশি সময় আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে রবিবার ওই খুদে সাবমেরিনে চেপে জলে ডুব দিয়েছিলেন ৫ পর্যটক। জলে ডোবার দেড় ঘণ্টা পর থেকেই বেপাত্তা হয়ে গিয়েছিল খুদে সাবমেরিনটি। তারপরও ৯৬ ঘণ্টা অক্সিজেন সাপোর্টে বেঁচে থাকার আশা ছিল। তবে বিস্ফোরণে টাইটানের সেই ক্যাপসুলের ধ্বংসাবশেষ মেলার পর যারা টাইটানে চেপেছিলেন, তারা আর বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে।

টাইটান পরিচালনাকারী সংস্থা ওশেনগেট এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা ‘দুঃখজনকভাবে হারিয়েই গেছেন’।টাইটানের ক্যাপসুলে ছিলেন পাঁচ পর্যটক, যার মধ্যে ওশেনগেইটের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ (৬১) রয়েছেন। এছাড়া রয়েছেন, ব্রিটিশ ধনকুবের, বিমান সংস্থা অ্যাকশন এভিয়েশনের চেয়ারম্যান হামিশ হার্ডিং (৫৮), পাকিস্তানের এংরো করপোরেশনের ভাইস চেয়ারম্যান শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯), ফরাসি পর্যটক পল অঁরি নারজিলে (৭৭)।

About The Author