রাজগঞ্জ: অবৈধ সম্পর্কের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ। অভিযুক্তদের বাড়ির পাশে ফাঁকা জায়গা থেকে ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের পাবনিখারি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। মৃতের নাম লক্ষীরাম হেমব্রম (৩৫)। দিনমজুরি করতেন। সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মতল পাড়ার বাসিন্দা বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাবনিখারি এলাকার এক মহিলার সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক ছিল। লক্ষ্মীরাম নিজে বিবাহিত। তিন সন্তান রয়েছে। তারপরও অন্য মহিলার সঙ্গে সম্পর্ক বলে দাবি। সোমবার রাতে পাবনিখারি এলাকায় ওই মহিলার ঘরে ঢোকে লক্ষীরাম। সেসময় বাড়ির লোকজন তাঁকে হাতে নাতে ধরে ফেলে। এরপর তাঁকে বেঁধে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে বাড়ির পাশ থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ। ঘটনার পর থেকে ওই মহিলা এবং তাঁর বাড়ির লোকজনেরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।