রাজগঞ্জ: নমিনেশন জমা দিয়েই এলাকায় সন্ত্রাসের অভিযোগ তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। থানায় লিখিত অভিযোগ জমা পড়ল তাঁর বিরুদ্ধে। রাজগঞ্জের পানিকাউরি মগড়াডাঙি এলাকার ঘটনায় চাঞ্চল্য। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাসকদলের প্রার্থী।
জানা যাচ্ছে, মগড়াডাঙি এলাকার বাসিন্দা ভরত মণ্ডল এবং তৃণমূল প্রার্থীর স্বামী তথা এলাকার বিদায়ী পঞ্চায়েত সদস্য দীপক মণ্ডলের মধ্যে একটি জমি নিয়ে বিবাদ রয়েছে। বাজার সংলগ্ন খেলার মাঠের পাশে ওই বিতর্কিত জমির ওপর একটি অস্থায়ী ঘরে বুধবার রাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দীপক মণ্ডলের বিরুদ্ধে। ভরত মণ্ডলের তরফে অভিযোগ, রাতের অন্ধকারে লোকজন নিয়ে এসে মদ্যপ অবস্থায় সেখানে আগুন লাগিয়ে দেন দীপক। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন শাসক নেতা।
দীপক মণ্ডলের কথায়, ওই বিতর্কিত জমি নিয়ে তাঁর কাছে বৈধতার প্রমাণ রয়েছে। গত রাতের ঘটনা নিয়ে তাঁর সাফ কথা, আমি সেখানে যাইনি। প্রসঙ্গত, কয়েক মাস আগে বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে এসেছেন। দীপক মণ্ডলের স্ত্রী মাম্পি মণ্ডল এবারের ভোটে পঞ্চায়েত প্রার্থী হিসেবে নাম জমা দিয়েছেন। তারপরই তাঁর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসের অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে ভরতের পরিবারের তরফে। ঘটনার তদন্ত করছে রাজগঞ্জ থানার পুলিশ।