অভিষেকের সভামঞ্চ প্রস্তুত করতে গিয়ে পা পিছলে গুরুতর আহত শ্রমিক

ঝড়-জলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ প্রস্তুত করতে গিয়ে পা পিছলে গুরুতর আহত হলেন এক শ্রমিক। এদিকে, প্রবল ঝড়ে রানাঘাটে আটকে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়।

শুক্রবার ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি নিয়ে নদিয়ায় বাদকুল্লায় সভা করার কথা ছিল অভিষেকের। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা হয় সভাস্থলের। তারপর সভামঞ্চ প্রস্তুত করার সময় আহত হয়েছেন এক শ্রমিক। এদিকে, ঝড়ের তাণ্ডবে তেরপল ভেঙ্গে বেশ কয়েকজন আহত হয় বলে খবর।

তৃণমূল সূত্রে খবর, ঝড়-বৃষ্টির সময় অভিষেকের কনভয় বাদকুল্লার দিকে যাচ্ছিল। তুমুল বৃষ্টির মধ্যে রাস্তায় আটকে পড়েন অভিষেক। বৃষ্টি থামতেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় সভাস্থল মেরামতির কাজ। সেই সময় মূল মঞ্চের তাঁবুতে জমে থাকা জল পরিষ্কার করতে গিয়ে পা পিছলে একটি দুর্ঘটনা ঘটে বলে তৃণমূল সূত্রে খবর। তড়িঘড়ি আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থা। তাঁর ঘাড় এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর।


About The Author