১৪ ফেব্রুয়ারি: পুলওয়ামায় শহীদ-স্মরণে ‘ব্ল্যাক ডে’ উদযাপন

জম্মু-কাশ্মীরে পুলওয়ামা হামলার ছয় বছর অতিক্রান্ত। ভালোবাসা দিবসে নক্কারজনক ঘটনা। সেই দিনটিতে শহীদ হয়েছিলেন ৪০ জন জওয়ান। তাদের স্মরণে প্রেম দিবসেও ব্ল্যাক ডে উদযাপন করে ভারতবাসী।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি, নিরাপত্তা কর্মীদের নিয়ে একটি গাড়ি বহর (কনভয়) যাচ্ছিল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার জাতীয় সড়ক ধরে। লেথোপোড়া পার করার সময় জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহন-বাহিত আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। এই হামলার ফলে ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল (সিআরপিএফ) কর্মী এবং আক্রমণকারী মারা গিয়েছিল।
ভালোবাসা দিবসে মারাত্মক দুঃখজনক ঘটনা ঘটে ৬ বছর আগে। সেই ঘটনার স্মরনে বার্ষিকীতে ব্ল্যাক ডে উদযাপন করেন দেশের নাগরিকেরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে দিনটি মনে রাখে শহীদদের শ্রদ্ধা জানাতে বলেছেন।

প্রসঙ্গত ছয় বছর আগে ওই মারাত্মক ঘটনার পেছনে পাকিস্তান ভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদের হাত ছিল। সেই দায়ের স্বীকার করেছে সংগঠনটি।

About The Author