জলপাইগুড়ি: ময়নাগুড়িতে বাস ডাকাতির সঙ্গে যুক্ত আরও ৫ জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি জেলা পুলিশ। এখনও পর্যন্ত এই ডাকাতির ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ধূপগুড়িতে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ডেনডুপ শেরপা তার দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে জড়িত আরও একজন রয়েছে। তার খোঁজ করছে পুলিশ।