দুর্ঘটনার কবলে পাথরবোঝাই লরি, মৃত্যু ৩ শ্রমিকের

শিলিগুড়ি: পাথরবোঝাই লরি দুর্ঘটনায় মৃত্যু হল ৩ শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক। জানা গিয়েছে, সেবক থেকে ফুলবাড়ি ফেরার পথে বেঙ্গল সাফারি থেকে আড়াই কিলোমিটার দূরে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে গাড়িটি। গাছের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান ১ শ্রমিক। অন্য ২ জন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। তাদের বাড়ি বাগডোগরা এলাকায়।

এদিন সন্ধ্যায় তাঁদের এলাকায় খবর পৌঁছোতেই শোকের ছায়া নেমে আসে। জানা গিয়েছে, মৃত তিনজনের নাম সূর্যা ওরাওঁ, উইলিয়াম তিরকি, রবি ওরাওঁ। ঘটনা জানাজানি হতেই, মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন ফাঁসিদেওয়া এবং মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী যথাক্রমে ছোটন কিস্কু এবং নলিনী রঞ্জন রায়।

মৃত সূর্য ওরাওঁয়ের পরিবারে তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারীর আকস্মিক প্রয়াণে অথৈ জলে পড়েছে তাদের ছোট্ট সংসার। এ অবধি মালিকপক্ষের তরফে শ্রমিক পরিবারগুলির সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ। সরকারিভাবে সাহায্যের আবেদন জানিয়েছে পরিবারগুলি।

About The Author