ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সীমান্ত রক্ষী বাহিনীর আরও ২১ জন জওয়ানের শরীরে মিলল করোনার সংক্রমণ। অন্যদিকে ১৮ জন সুস্থ হয়েছেন বলে খবর রয়েছে। বিএসএফ সূত্রে খবর, এ পর্যন্ত মোট ৬৫৫ জন জওয়ান সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে ৩০৫ বিএসএফ জওয়ান এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজকের হিসেব অনুযায়ী, দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৫৯ জন।