আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজগঞ্জের সুখানি অঞ্চলে ‘নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূলই’, যোগদান অনুষ্ঠানে গিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য রাজগঞ্জের তৃণমূল বিধায়কের। তাঁর কথায়, ‘বিজেপি শুধু ভাওতা দিয়েছে, কাজ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃতীয়বারের জন্য বাংলার মানুষ আশা রেখেছে তৃণমূলে।’
রবিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের সুখানি অঞ্চলের স্কুলপাড়ায় বেশ কয়েকজন মহিলা এবং জিনিয়াস ক্লাবের সকল সদস্যদের নিয়ে প্রায় ২০০ জন তৃণমূলে যোগ দিয়েছেন। এমনটাই জানালেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি স্পষ্টতই বলেন, ২০২৩-র পঞ্চায়েত নির্বাচনে এই সুখানি অঞ্চলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃনমূলই।
রবিবার জিনিয়াস ক্লাবের পক্ষ থেকে বিধায়ককে সম্বর্ধনা দেওয়া হয়। ক্লাবের তরফে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করেন দুলন চন্দ। ওই অনুষ্ঠানেই ক্লাবের সব সদস্যদের নিয়ে প্রায় ২০০ জন তৃণমূলে যোগ দিলেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন খগেশ্বরবাবু। উপস্থিত ছিলেন শেখ ওমর ফারুক, অরিন্দম ব্যানার্জি, লক্ষ্যমোহন রায় সহ অন্যান্য তৃণমূল নেতারা।