মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকে ১০০ শতাংশ পাশ। বিতর্ক এড়াতে এই সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার দুপুরে এক সাংবাদিক বৈঠক করে সংসদের সভানেত্রী মহুয়া দাস জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের পাশ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল প্রায় ৯৮ শতাংশ। প্রায় ১৮ হাজার পড়ুয়াই অনুত্তীর্ণ হয়। যা নিয়ে বিক্ষোভ শুরু হয় রাজ্যজুড়ে। প্রত্যেককে পাশ করিয়ে দিতে হবে অথবা নতুন করে পরীক্ষা নিতে হবে বলে দাবি জানায় পড়ুয়ারা। অবশেষে বিতর্ক এড়াতে এমনই সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ।
সংসদ সূত্রে খবর, ১০০ শতাংশ পড়ুয়াকে পাশ করানোর ঘোষণা করা হয়েছে। তবে এক্ষেত্রে পুরোপুরি ১০০ শতাংশ পরীক্ষার্থীকে পাশ করানো যাচ্ছে না। এতে কিছু টেকনিক্যাল সমস্যা তৈরি হচ্ছে। উচ্চমাধ্যমিকের জন্য কিছু স্কুল থেকে পড়ুয়াদের নাম নথিভুক্ত অর্থাৎ রেজিস্ট্রেশনই করানো হয়নি। তাই তাদের পাশ করানো সম্ভব নয়।