বিপুল পরিমাণ শব্দবাজি সহ একজনকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। মহালয়ার এখনও বেশ কিছু দিন বাকি। উৎসবের আগেই অবৈধভাবে শব্দবাজি, আতসবাজি মজুত রাখার অভিযোগ। অবৈধভাবে শব্দবাজি মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যবসায়ীকে। ধৃতের নাম মনোজিত দাস। তাঁর বাড়ি রাজগঞ্জ বাজারেই।
শুক্রবার রাজগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ শব্দবাজি সহ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আগের রাতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে অবৈধ আতসবাজি, তুবড়ি। ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।