মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অভিযোগের ঝাপি খুললেন চা শ্রমিকেরা

জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অভিযোগের ঝাপি খুললেন চা শ্রমিকেরা। এদিকে, চা দোকানে ঢুকে চা তৈরি করলেন নিজে হাতে। স্কুলের বাচ্চাদের সঙ্গেও কথা বললেন মমতা। ভোটের আবহে উত্তরবঙ্গ সফরে চেনা ছবিতে ধরা দিলেন মুখ্যমন্ত্রী।

বুধবার চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বাজারে একটি দোকানে ঢুকে চা বানান মুখ্যমন্ত্রী মমতা। উপস্থিত কয়েকজনকে সেই চা খাওয়ালেন। এদিন মুখ্যমন্ত্রী কনভয় নিয়ে পৌঁছে যান মেটেলি ব্লকের আইভিল চা বাগানে। সেখানে জনসংযোগ সারেন। চা শ্রমিকদের নানা অভিযোগও কানে নেন তিনি। প্রত্যুত্তরে বলেন, কেন্দ্রের জন্য যত ঝামেলা। অন্যদিকে, আইভিলে যাওয়ার পথে আচমকাই কয়েকজন শিশু পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। তাঁদের হাতে হাতে চকোলেট, বিস্কুট তুলে দেন। আইভিলে একটি দোকানে গিয়ে জিনিসপত্রের দামও জিজ্ঞেস করেন মমতা।