‘হিন্দু-মুসলিম ভাই ভাই, একসঙ্গেই থাকতে চাই’, রামনবমীর শোভাযাত্রায় শামিল মুসলিম-রাও

হিন্দু-মুসলিম ভাই ভাই, একসঙ্গেই থাকতে চাই। দেশে দাঙ্গা হোক চাই না। রামনবমীর শোভাযাত্রায় সামিল হয়ে ঐক্যের বার্তা দিলেন এক মুসলিম ব্যক্তি। এমনই এক অভিনব ছবি ধরা পড়ল শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জের ফুলবাড়িতে।

রামনবমী উপলক্ষে হিন্দু সংগঠনের সদস্যেরা শোভাযাত্রা বের করে। আর সেই শোভাযাত্রায় হিন্দুদের পাশাপাশি সামিল হন এলাকার মুসলিমদের একাংশ। একে অপরের পাশে থেকে ভারত মাতা কি জয়, বন্দেমাতারম স্লোগান দিতে থাকেন। একজন বিজেপি সমর্থক জানান, এরাই রাষ্ট্রবাদি মুসলিম। যারা ঐক্যের কথা বলে। ওই মুসলিম ব্যক্তি জানান, তাঁদের এলাকায় মুসলিমদের কোনও অনুষ্ঠান এগিয়ে আসেন হিন্দু ভাইয়েরা। সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং পাশে থাকেন। তাই হিন্দু ভাইদের রামনবমী অনুষ্ঠানে তারাও সৌহাদ্রের হাত বাড়িয়ে দিয়েছেন। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে রামনবমীতে এমন চিত্র সচরাচর দেখা যায় না বললেই চলে।

About The Author