বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কুমিল্লার ঘটনা নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু। দ্রুত যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এবং সেখানকার সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য অনুরোধ করেছেন তিনি। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে শুভেন্দু অধিকারী বলেন, ‘বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। সংখ্যালঘুরা আতঙ্কে রয়েছেন। এই পরিস্থিতির দ্রুত সমাধান হওয়া দরকার।’ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশের পরও কেন হিংসা থামেনি, প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।

