সৈকতকে ভয় পান বিচারক, শিখা চ্যাটার্জি‌র মন্তব্যে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আইনিজীবীদের একাংশের

জলপাইগুড়ি: সৈকত চট্টোপাধ্যায়ের জামিন পাওয়া নিয়ে আইনজীবী এবং বিচারককে ভীত বলে মন্তব্য করেছেন বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বিধায়কের ওই মন্তব্য বিচার ব্যবস্থাকে অপমান করে, এমন অভিযোগ তুলে বার অ্যাসোসিয়েশনের একাংশ বিধায়কের বিরুদ্ধে সুর চড়ালেন। শুধু তাইই নয়, শিখা চ্যাটার্জীর এই মন্তব্যের বিরোধিতা করে আইনি ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দিয়েছেন তাঁরা। দম্পতি আত্মহত্যার মামলায় আদালতে তোলার পর অভিযুক্ত সৈকতকে ভয় পেয়েছেন বিচারপতি, আইনজীবীদের একাংশকে চাপে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন শিখা। তাঁর প্রসঙ্গে আইনজীবী পিকু বলেন, বিচারককে উনি অপমান করেছেন, এমন কোনও মন্তব্য শুনিনি। তবে যারা শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা সৈকত চ্যাটার্জীর ঘনিষ্ঠ বলে তার দাবি। এবং এই নিয়ে এখনও বার অ্যাসসিয়েশন কোনও পদক্ষেপ নিয়ে আলচনা করেনি বলেই তিনি জানালেন।

About The Author