শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল সাকিবরা, ক্ষিপ্ত ম্যাথুস

সোমবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে চারিথ আসালাঙ্কার শতরানের পরিশ্রম জলে গেল। কারণ এই ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে তিন উইকেটে পরাজিত করেছে।

টসে জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করার সুযোগ দেয় টাইগাররা। মাঠে নেমে আসালাঙ্কা ১০৫ বলে ১০৮ রান করেন। সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বিতার বাইরে থেকে শ্রীলঙ্কা এদিন ৪৯.৩ ওভারে ২৭৯ রান করেছে। বাংলাদেশ ৪১.১ ওভারে সাত উইকেট হারিয়ে শ্রীলঙ্কার দেওয়া টার্গেট পূরণ করতে পেরেছে। ম্যান অফ দ্য ম্যাচ খেতাব পেয়েছে সাকিব-আল হাসান।

এদিকে, বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেকও করেননি শ্রীলঙ্কার খেলোয়াড়রা। ম্যাচের পর বেজায় চটে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও কুশল মেন্ডিস। সাকিবদের বিরুদ্ধে একরাশ অভিযোগ তাঁদের। অ্যাঞ্জেলো ম্যাথুস বলেন, ‘এটা সাকিব এবং বাংলাদেশের জন্য অসম্মানজনক। তারা যদি এভাবে ক্রিকেট খেলতে চায়, তাতে ঠিক কিছু হচ্ছে না। আজ অবধি সাকিবের প্রতি আমার অনেক শ্রদ্ধা ছিল, কিন্তু তারা সবকিছু হারিয়েছে। আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে, আমরা তা পরে উপস্থাপন করব।’

About The Author