শুভেন্দু অধিকারীর সভায় কম্বল নিতে গিয়ে হুড়োহুড়ি, ১ শিশু সহ মৃত্যু ৩ জনের। আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার সন্ধ্যায় আসানসোলে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা। অনুষ্ঠানে কম্বল বিতরণ শুরু করে বেড়িয়ে আসেন শুভেন্দু। এরপরই হুড়োহুড়িতে মৃত্যু হয় ৩ জনের।
আসানসোলের রামকৃষ্ণডাঙায় এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। সেখানে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারির উদ্যোগে একটি কম্বল বিতরণের অনুষ্ঠান হয়। এই কম্বলদান অনুষ্ঠানে প্রচণ্ড ভিড় হয়। শুভেন্দু ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর পরই কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেখানেই পদপিষ্ট হয়ে ৩ জন মারা যান। আহত হন বেশ কয়েক জন।