রামনবমীর শোভাযাত্রায় মিলেমিশে গেল বিজেপি-তৃণমূল, সৌজন্যের ছবি শিলিগুড়িতে

এবারে বাংলায় বিজেপির পাশাপাশি রামনবমী পালন করছে তৃণমূলও। বুধবার সৌজন্যের রামনবমী দেখল শহর শিলিগুড়িও। ডিজে বাজিয়ে শোভাযাত্রা করে শহরের বহু মানুষ রামের মিছিলে হাঁটেন। রামনবমী উপলক্ষে র‍্যালিতে সামিল হন সাংসদ বিজেপি প্রার্থী এবং বিজেপি বিধায়ক। তাঁদের শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ। তিনিও তাঁদের সঙ্গে পথ হাঁটেন।

পাল্টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানালেন সাংসদ প্রার্থী রাজু বিস্ত। তৃণমূল নেত্রী বলেন, মুখ্যমন্ত্রী রামনবমী উপলক্ষে ছুটি দিয়েছেন, তাই তাঁকে ধন্যবাদ।

এদিন রাজ্যের সব জায়গার পাশাপাশি শহর শিলিগুড়িতে মহাধুম ধাম করেই পালিত হল রামনবমীর উৎসব। দুদিন বাদেই ভোট। আর রামনবমীর শোভাযাত্রার মাধ্যমেই প্রচারের ইতি হল সব জায়গায়। তবে ভোটের কথা মাথায় রেখেই হয়ত সর্বত্র সৌজন্য বজায় রাখলেন রাজনীতির কর্তারা। শিলিগুড়িতে রাম নবমীর র‍্যালি থেকে কি জানালেন নেতা নেত্রিরা, দেখে নেওয়া যাক

About The Author