রঙের উৎসবে দুর্ঘটনার হিড়িক, জলপাইগুড়ির হাসপাতালে হিমসিম অবস্থা

হোলিতে মদ্যপ অবস্থায় বেপরোয়া বাইকারদের দাপাদাপি। পথ দুর্ঘটনায় যখমদের মলম-পট্টি করতে কার্যত হিমসিম অবস্থা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে।

হোলির দিন দ্রুত গতিতে বাইক চালানো সহ অন্যান্য ঘটনায় জলপাইগুড়ি জেলা জুড়ে প্রচুর মানুষ বাইক দুর্ঘটনার শিকার। এদের মধ্যে কিছু মানুষ জখম অবস্থায় এসেছেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। হাসপাতাল সুত্রে জানা গেছে মঙ্গলবার বিকেল থেকে প্রায় ৫০ জন পথ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে এসেছেন। বেশিরভাগ মদ্যম পবস্থায় বাইক চালাচ্ছিলেন।

পাশাপাশি মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি দশদরগা এলাকায় ৩১ নং জাতীয় সড়কে একটি বাইকে চেপে ৩ জন দ্রুত গতিতে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন।কোনওভাবে তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে ৩ জন ছিটিকে পড়ে গুরুতর যখম হয়। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। এরপর তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যায়। পাশাপাশি পথ দুর্ঘটনা সহ অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়।

About The Author