শিলিগুড়ি: টানা ১২ দিন লড়াইয়ের পর মৃত্যু হল ময়নাগুড়ির ‘নির্যাতিতা’ নাবালিকার। সোমবার ভোরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নাবালিকার মৃত্যু হয়েছে বলে খবর। নির্যাতিতার বাবা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। প্রয়োজনে দেহ সিবিআইয়ের হাতেও তুলে দিতে চান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছিল। সেই নিয়ে থানায় দ্বারস্থ হওয়ায় খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর গায়ে আগুন লাগিয়ে আত্মহননের চেষ্টা করে বলে দাবি। গত ১২ দিন ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল নাবালিকা। অবশেষে এদিন ভোরে নাবালিকার মৃত্যু হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ এফআইআর-এ নাম থাকা চার জনকেই ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

