ভোটের জন্য ঐতিহ্যবাহী মেলা বন্ধ, অশান্তি এড়াতে অনুমতি দিল না প্রশাসন

রাজগঞ্জ: ভোটের জন্য এবারে হচ্ছে না আমবাড়ির ঐতিহ্যবাহী অষ্টমী স্নানের মেলা। রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে করতোয়া নদীর পারে  প্রতিবছর অষ্টমীর স্নান উপলক্ষে সাত দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এবছর লোকসভা ভোটের জন্য হবে না সেই মেলা।

আগামী ১৬ই এপ্রিল স্নান। আর ভোট ১৯ এপ্রিল। অর্থাৎ ভোটের মধ্যে মেলা চললে অশান্তি হতে পারে সেই আশঙ্কায় এবারে মেলার অনুমতি দিল না প্রশাসন। যদিও শুধু অষ্টমীর স্নান সারা হবে বলে খবর। এই ব্যাপারে উদ্যোক্তারা জানান, প্রতিবার বাসন্তী পুজো উপলক্ষে এই পুজো ও ৭ দিন ব্যাপী মেলা আয়োজিত হয়। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় সেখানে। তবে এবারে লোকসভা ভোটের জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুমতি মেলেনি। তবে মেলা না হলেও অষ্টমীর স্নান নিয়ম মতই পালিত হবে।

About The Author