বেঙ্গল সাফারি পার্কে খুশির খবর! তিনটি শাবকের জন্ম দিল রয়্যাল বেঙ্গল টাইগার রিকা। শাবক তিনটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানান বনমন্ত্রী।
ক’দিন আগে শাবকগুলির জন্ম হয়েছে। তবে সংক্রমণের আশঙ্কায় এখন শাবকদের কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছেনা। কিছুদিন আগে সাদা বাঘ কিকার দুই শাবক জন্মের পর মারা গিয়েছিল। তাই বাড়তি নজরদারি রয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মা ও শাবকের উপর নজর রেখেছেন বেঙ্গল সাফারির আধিকারিক ও চিকিৎসকেরা।
শনিবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে এসে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আরও জানান, ডিসেম্বরে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে সিংহ। পাশাপাশি জেব্রা, জিরাফ ও ব্ল্যাক প্যান্থারও আসছে পার্কে।

