বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু জলপাইগুড়িতে

বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ছেলের। বিদ্যুৎ কর্মীদের দাবি, বাড়ির ভেতরে ভুল ওয়ারিংয়ের জন্য এমন ঘটনা। সাতসকালে মা ও ছেলের মৃত্যুতে শোকের ছায়া জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকায়।

এদিন সকালে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন বৃদ্ধা ননিবালা রায়। মায়ের আর্ত চিৎকার শুনে বাঁচাতে যান ছেলে টিঙ্কু রায়। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, গত রাতে বৈদ্যুতিক গোলযোগে অন্ধকারে ডুবে যায় গোটা বাড়ি। খবর পেয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা বাড়িতে এসে পরিষেবা স্বাভাবিক করে দিয়ে যান। প্রতিবেশীদের দাবি, তাঁদের ভুলেই গোটা বাড়ি শর্ট সার্কিট হয়ে যায়। যদিও বিদ্যুৎ কর্মীদের দাবি, বাড়ির ভেতরের ওয়ারিংএর গন্ডগোলের জেরে এমন ঘটনা।

About The Author