বিজেপি কর্মীদের বাড়ি ভেঙ্গে দেওয়ার অভিযোগ, ভোট পরবর্তী হিংসা রাজগঞ্জের সন্ন্যাসীকাটায়

রাজগঞ্জ: ভোট শেষ হতেই অশান্ত হয়ে উঠল রাজগঞ্জের সন্ন‍্যাসীকাটা অঞ্চল। নারায়নজোতে ১৮ / ১২৬ নম্বর বুথ এলাকায় একাধিক বিজেপি কর্মীদের বাড়িতে দুস্কৃতি হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের আঙ্গুল তৃণমূলের দিকে। ভোটের পরই বেশ কিছু বাড়িতে ভাংচুর চালানো হয় বলে অভিযোগ।

যদিও দলের বিরুদ্ধে অভিযোগ ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। উল্টে তাদের অভিযোগ, গত সন্ধ্যায় কেন্দ্রীয় বাহিনী অন্যায়ভাবে তৃণমূলের ক্যাম্পে হামলা চালায়; লাঠিচার্জ করে। এমনকি মহিলা ভোটারদেরও ধমকানোর অভিযোগ উঠেছে। অন‍্যদিকে বিজেপি নেতৃত্বর দাবি, তৃণমূলই ভোটের পর অশান্তি করেছে। শনিবার এলাকায় পুলিশ টহল চালায়। জেলাশাসক শামা পারভিন জানিয়েছেন, ভোট পরবর্তী কোনও অশান্তি হলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

ফুলবাড়ির খবর সাইকেল চালিয়ে যাচ্ছিল দুই যুবক, আচমকাই তাদের মধ্যে শুরু হল ঝামেলা। এক জন আরেকজন মেরে রক্তাক্ত করে পালিয়ে গেল সেখান থেকে। দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় এমন ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের ফুলবাড়ি মার্ডা‌রমোড়ে। স্থানিয় সুত্রে জানা গেল, শনিবার দুপুরে মার্ডারমোড় সংলগ্ন তিস্তা ক্যানেল রাস্তা দিয়ে দুই যুবক যাচ্ছিলেন পশ্চিম ধনতলার দিকে। সেই সময় ঘটে এই ঘটনা। আহত যুবকের নাম সুশান্ত দাস। ফুলবাড়ির পূর্ব ধনতলার বাসিন্দা। কি কারণে এমনটা ঘটল তা অবশ্য জানা গেল না।

About The Author