রাজগঞ্জ: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নাশকতার ঘটনা আটকাতে তৎপর হল রাজগঞ্জ পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর হাতিমোড়ে ছোট-বড় গাড়ি আটকে তল্লাশি অভিযান চালান হল। অভিযানে ছিলেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার, ট্রাফিক ওসি অতুল দাস। রাতে সেখানে আসেন জলপাইগুড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন।
অভিযান চলাকালীন একটি পশ্চিমবঙ্গ সরকারের নাম লেখা নীল বাতির গাড়ি আটক করেন পুলিশ কর্তারা। গাড়িতে সরকারি নাম লেখা থাকলেও কাগজপত্র ঠিকঠাক দেখাতেই পারেনি চালক। অতঃপর গাড়ি থেকে খুলে নেওয়া হল নীল বাতি। মঙ্গলবার সন্ধ্যায় এই ছবি ধরা পড়ল সাংবাদিকের ক্যামেরায়। অন্যদিকে, বাইকে অতিরিক্ত লাইট বা ইন্ডিক্যাটর থাকলে তাও সরিয়ে নিচ্ছে পুলিশ।
মঙ্গলবারের অভিযান নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সন্দিপ সেন বলেন, সরকারি-বেসরকারি যেই গাড়িই হোক, এমনকি পুলিশের গাড়ি হলেও আটকানো হবে। সব গাড়িতেই সমান ভাবে তল্লাশি চালানো হবে।