ফাঁকা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার হাতে বিশ্বকাপ তুলে দিলেন মোদী

নিজের নামের স্টেডিয়ামে তখন দাঁড়িয়ে তিনি। পরনে নীল রঙের জ্যাকেট। সঙ্গে গেরুয়া বর্ডার দেওয়া নীল উত্তরীয়। সেই পোশাক পরেই বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিলেন তিনি। শুধু কাপটা দেওয়া হল না নীল জার্সিদের।

ভারতের বদলে অস্ট্রেলিয়ার হাতে ট্রফি তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তত ক্ষণে অবশ্য ১ লক্ষ ৩২ হাজারের স্টেডিয়াম প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। ভারতের হার প্রায় নিশ্চিত হওয়ার পর থেকেই ফাঁকা হতে শুরু করেছিল স্টেডিয়াম। বেরিয়ে যাচ্ছিলেন ভারতীয় সমর্থকেরা। খেলা যখন শেষ হল তখন স্টেডিয়াম অনেকটাই ফাঁকা। যাঁরা ছিলেন তাঁদের মধ্যে অনেকে পুরস্কার অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করেননি।

এ দিকে খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়ামে এসে উপস্থিত হন মোদী। গ্যালারিতে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। খেলা শেষে যখন প্যাট কামিন্সকে ট্রফি তুলে দেওয়া হবে তখনই সঞ্চালক রবি শাস্ত্রী প্রধানমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানান। সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস। মোদী মঞ্চে ওঠার পরে একটু চিৎকার হয়। কিন্তু তা মোদীর যে কোনও জনসভার থেকে অনেকটাই কম। প্রধানমন্ত্রীও হাত নাড়েন। তার পরে ট্রফি তুলে দেন কামিন্সের হাতে।

মোদী এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘গোটা প্রতিযোগিতা ধরে তোমাদের প্রতিভা ও অধ্যবসায়ের প্রশংসা করতে হয়। তোমরা খুব ভাল ক্রিকেট খেলেছে। দেশকে গর্বিত করেছ। আমরা তোমাদের পাশে আছি আর থাকব।’’ (আনন্দবাজার)

About The Author