পরপর ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় মৃত অন্তত ২,৩০০

পরপর ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক এবং সিরিয়া। মৃত্যু হল অন্তত ২ হাজার ৩০০ মানুষের। শতাব্দীর ইতিহাসে এই প্রথম এমন মারাত্মক ভূমিকম্পে লণ্ডভণ্ড হল দুই দেশ।

রাতের অন্ধকারে প্রথমে ৭.৮ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। তার কয়েক ঘন্টা পরে দু’বার ৭.৬ এবং ৬.০ মাত্রার বড় বড় ভূমিকম্পে তছনছ হয়েছে শহরের বাড়িঘর। উতপত্তিস্থল তুরস্কে হলেও সিরিয়ার মধ্যেও এর ব্যাপক প্রভাব পড়েছে। তুর্কিতে অন্তত ১ হাজার ১২১ জনের মৃত্যু হয়েছে। এদিকে সিরিয়াতে এপর্যন্ত ৭৮৩ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃত্যুর সংখ্যা বাড়ছে। রাস্তাঘাটে ফাটল দেখা দিয়েছে। অসংখ্য মানুষ ঘরছাড়া হয়েছেন। নিখোঁজ অনেকেই। ঘটনার পরই ভারত এবং রাশিয়ার পক্ষ থেকে দুর্গতদের পাশে দাঁড়ানোর তোড়জোড় শুরু হয়েছে।

https://twitter.com/ANI/status/1622607199951548418

ভূমিকম্পের জেরে ভয়ংকর পরিস্থিতির ছবি উঠে এসেছে সামাজিক মাধ্যমে। ঘর ছাড়া বহু মানুষ অনেকেই তাদের শিশুসন্তান হারিয়েছেন। ঘর ছাড়া মানুষদের হিমশীতল ঠান্ডার মধ্যে রাত কাটাতে হচ্ছে। 

About The Author