কোচবিহার: দুধ দিচ্ছে চার মাসের একটি বাছুর। চার মাসের একটি বাছুর দুধ দিচ্ছে। এই কাণ্ড দেখতে রোজই ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন গ্রামের মানুষ। এমনই অভিনব ব্যাপার দেখা যাচ্ছে কোচবিহরের তুফানগঞ্জের গেন্দাগুড়ি গ্রামে। যদিও বিষয়টি একেবারেই অস্বাভাবিক নয়, বলছেন বিশেষজ্ঞরা।
খবরে প্রকাশ, ছাট গেন্দাগুড়ি গ্রামের বাসিন্দা মহম্মদ বরকত আলি মণ্ডলের বাড়িতে ৪ মাসের দুধেল-বাছুরটিকে দেখতে প্রতি দিন ভিড় করছেন বহু মানুষ। মাস চারেক আগে বাছুরটির জন্ম হলেও ক’দিন আগে থেকে বাছুরটির মধ্যে অস্বাভাবিকতা দেখতে পান বরকত আলি। তাঁর দাবি, বাছুরটি দুধ দিতে শুরু করেছে। এর পরই স্থানীয় এক হাতুড়ে পশু চিকিৎসকের পরামর্শ নেন বরকত আলি। তবে বড় ডাক্তার দেখানো হয়নি এখনও।