সলমান খান অভিনীত ছবি টাইগার ৩ দেখতে গিয়ে সিনেমা হলেই বাজি ফাটালেন কিছু অত্যুতসাহি সলমন ফ্যানেরা। এমনই চাঞ্চল্যকর ছবি উঠে এল মহারাষ্ট্রের মালিগাওন থেকে। ঘটনার পরই সিনেমা হলে বাজি না নিয়ে যাওয়ার অনুরধ করেছেন অভিনেতা সলমন খান।
দীপাবলির আবহে মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’; সলমন অনুরাগীরা প্রেক্ষাগৃহের অন্দরেই ওড়ালেন রকেট। ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এই কাণ্ডের কথা জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন স্বয়ং টাইগারও। অভিযোগ দায়ের করা হয়, আটকও করা হয় ২ জনকে।
এই ঘটনার প্রেক্ষিতে সলমন খান নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘আমি ‘টাইগার ৩’ চলাকালীন প্রেক্ষাগৃহের মধ্যে আতসবাজি ফাটানোর কথা শুনলাম। এটি অত্যন্ত বিপজ্জনক। নিজেদের ও অন্যদের জীবন বিপদে না ফেলে বরং সকলে মিলে সিনেমাটা উপভোগ করুন। সাবধানে থাকুন।’