চুরি করতে এসে লুচিপুড়ি খেয়ে উঠোনে মলত্যাগ, চার বাড়িতে লুটপাট

জলপাইগুড়ি: চোরের আজব কীর্তি! একজনের বাড়িতে লুচিপুড়ি খেয়ে আরেক বাড়ির উঠোনে মলত্যাগ করে ঢেকে রাখল গামছা দিয়ে। ময়নাগুড়ির চুরাভাণ্ডারে চোরের এমন আজব কীর্তিতে হতবাক গ্রামবাসীরা।

পরপর চার বাড়িতে চুরি! কারও বাড়ি থেকে মোবাইল, কারও বাড়ি থেকে সোনা-রুপো, জামা কাপড়, সবই নিয়ে গেল দুষ্কৃতিরা। একটি বাড়িতে চুরি করতে না পেরে উঠোনে মল ত্যাগ করে সেটা আবার গামছা দিয়ে ঢেকে রাখল চোর। এদিকে, আরও একটি বাড়িতে ঢুকে পুরি-তরকারি সাবার করল দুষ্কৃতিরা। এমনই অদ্ভুত কাণ্ড ঘটেছে ময়নাগুরির ভাঙ্গারহাটে।

কালীপূজার আগের রাতে ওই এলাকার পরপর চারটি বাড়িতে তালা ভেঙ্গে ঘরে ঢুকে লুটপাট চালিয়েছে দুষ্কৃতিরা। এমনই অভিযোগ বাড়ির লোকেদের। তাঁদের আরও দাবি, সব মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকার মুত জিনিসপত্র খোওয়া গিয়েছে। এক বাড়ির দরজার তালা ভাঙতে না পেরে উঠোনে মলত্যাগ করে পালিয়েছে চোর। ময়নাগুরি থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে।

About The Author