চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আইএনটিইউসি নেতাকে গাছে বেঁধে রাখলেন এলাকাবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে। অভিযুক্ত নেতাকে ধরে এনে এলাকার গাছে বেঁধে রাখা হয়। টাকা নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, পার্টি ফান্ডের জন্য টাকা নেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফরিদপুর ফাঁড়ির পুলিশ এসে অভিযুক্ত আইএনটিইউসি নেতাকে আটক করে নিয়ে যায়। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

