চাকরি গেল ১৯১১ গ্রুপ-D কর্মীর, বেতনও ফেরাতে হবে, বিজ্ঞপ্তি কমিশনের

কলকাতা: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ১ হাজার ৯১১ জন গ্রুপ-D কর্মীর নিয়োগ বাতিল করল এসএসসি। ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে তালিকা তুলে দেওয়া হয়েছে। এই ১৯১১ জন গ্রুপ-D কর্মী চাকরি হারাতে চলেছেন। জানা গিয়েছে, তাদের বেতনও বন্ধ করে দেওয়া হয়েছে। যে বেতন এতদিন তারা পেয়ে এসেছেন তা মাসে মাসে ফেরত দিতে হবে। তাদের আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না।

প্রয়োজন হলে, CBI তদন্তের খাতিরে হেফাজতে নিয়ে তাদের জেরা করা হতে পারে। উল্লেখ্য, এর আগে যদি কেউ অনিয়ম করে চাকরি পেয়ে থাকে তাকে পদত্যাগের সুযোগ দিয়েছিল আদালত। কিন্তু, এই ১৯১১ জন তা করেনি। ফলে তাদের ক্ষেত্রে কড়া অবস্থান নিল আদালত। অন্যদিকে, তৎকালীন চেয়ারম্যান সুবিরেশকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত চলবে তার বিরুদ্ধেও।

About The Author