কালবৈশাখী নয়, ‘মিনি টর্নেডো’র দাপটে বিপর্যস্ত জলপাইগুড়ি

এযেন ‘মিনি টর্নেডো’, এই ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকা। উড়ে গিয়েছে গাছপালি, ঘর-বাড়ি। এখনও মারা গিয়েছেন চার জন। আহত বহু। মিনিট ১৫-র কালবৈশাখী ঝড়ে পরিস্থিতি পাল্টে গেছে জলপাইগুড়ির। রাতেই আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ভিডিও দেখে আবহাওয়া দপ্তর বলছে এযেন মিনি টর্নেডো।

About The Author