শিলিগুড়ি: কাঞ্চনজঙ্ঘা বিপর্যয়ের পর কেটে গিয়েছে দুটো দিন, কিন্তু রেলের ভূমিকায় বিতর্ক থামছে না।
প্রথমত, মালগাড়ির চালকের সঙ্গে সহকারি চালককেও মৃত বলে ঘোষণা করে রেল, যিনি এখন হাসপাতালের বেডে শুয়ে। এবং তাঁদের ঘাড়েই দোষ চাপাতে এক আহত মহিলা যাত্রীকে দিয়ে সাদা খাতায় সই করিয়ে জিআরপিতে FIR নথিভুক্ত করা হয়েছে বলে অভিযোগ।
রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনার পর মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করার ঘটনা ঘটেছে।ট্রেনের যাত্রী শিলিগুড়ির বাসিন্দা চৈতালি মজুমদার নাকি জিআরপিতে অভিযোগ করেছেন। যদিও তিনি জানিয়েছেন তিনি এসবের কিছু জানেন না এবং কোনও মামলাও করেননি। আহত অবস্থায় তিনি কি এসবের কথা আগে ভাববেন না আগে নিজের চিকিৎসা করাবেন?
বুধবার আহত চৈতালি মজুমদারের বাড়িতে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। রেলের ভূমিকায় প্রশ্ন তুলে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। তার কথায়, তদন্ত ঠিক হচ্ছে না। তদন্তের নামে আই-ওয়াশ চলছে।
ওই মহিলা যাত্রী বলছে, ঘটনা ঘটল কিভাবে, তা আমি জানব কিভাবে? রেলের তরফে কয়েকজন এসে তাঁকে দিয়ে সই করিয়ে নিয়েছে বলে দাবি।