জলপাইগুড়ির ময়নাগুড়িতে নির্যাতিতা মৃত নাবালিকার বাড়িতে গেলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুরে তিনি মৃত নির্যাতিতা নাবালিকা বাবার সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে আসেন ১৭জন বিধায়ক। নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে প্রায় ১৫ মিনিট ধরে কথাও বলেন শুভেন্দু অধিকারী। কথা বলে বেরিয়ে আসার পর, রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘মদ বন্ধ করে দিক, সব সমস্যার সমাধান হয়ে যাবে।’
প্রসঙ্গত ময়নাগুড়ির ধর্মপুর এলাকায় এক নাবালিকাকে ধর্ষনের চেষ্টা এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পরবর্তীতে কেস তোলার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ। আর এর পর নির্যাতিতা গাঁয়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গত সোমবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু ঘটে। এর পর নির্যাতিতার পরিবার অপরাধীদের শাস্তির জন্য সিবিআই তদন্তের দাবি করে। কিন্তু কিছুদিন আগে মৃত নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত থেকে সরে এসে পুলিশি তদন্তের উপর আশ্বাস রাখে।