স্কুবা ডাইভিং নয়! জুবিনের মৃত্যু নিয়ে মুখ খুললেন স্ত্রী গরিমা, জানালেন আসল কারণ

গুয়াহাটি: আচমকাই সারা দেশের সঙ্গীতপ্রেমী মানুষ চমকে উঠলেন এক হৃদয়বিদারক খবরে— ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গর্গ আর নেই।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। তবে এবার জুবিনের স্ত্রী, ফ্যাশন ডিজাইনার গরিমা সাইকিয়া গর্গ জানালেন, মৃত্যুর প্রকৃত কারণ ছিল মৃগী রোগের পুনরাবৃত্তি।

গরিমা জানান, জুবিন স্কুবা ডাইভিংয়ের পর দ্বীপে ফিরে এলেও পরে আবার একা সমুদ্রে সাঁতার কাটতে যান। সেখানেই অচেতন অবস্থায় তাঁকে পাওয়া যায়। জুবিন বহু বছর ধরেই মৃগীর সমস্যায় ভুগছিলেন। সেই মুহূর্তে ফের সেই সমস্যা দেখা দেয়, এবং বন্ধুরা হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

তুরায় জন্ম নেওয়া এই শিল্পী মাত্র তিন বছর বয়সে সঙ্গীতের হাতেখড়ি নেন মায়ের কাছে। অহমিয়া, বাংলা ও হিন্দি—তিন ভাষাতেই তাঁর গান জনপ্রিয়। ‘মন মানে না’, ‘পিয়া রে’, ‘ইয়া আলি’—এই গানগুলো তাঁকে পৌঁছে দিয়েছিল সর্বভারতীয় খ্যাতির শিখরে।

তবে তাঁর জীবনযাপন নিয়ে বিতর্কও ছিল। মঞ্চে নেশাগ্রস্ত অবস্থায় গান গাওয়ার অভিযোগে বহুবার সমালোচিত হয়েছেন। তবু তাঁর সৃষ্টিশীলতা, সুরের জাদু, এবং অসমের সংস্কৃতির প্রতি ভালোবাসা তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।

About The Author