বেজির মাংস খেলেন জামাই, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট শ্যালকদের, গ্রেপ্তার

মালদা: বেজির (Mongoose) মাংস খেয়েছিলেন জামাইবাবু। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন তার শ্যালকেরা। নেট মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই নজরে পরে বন দফতরের কর্তাদের। এরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেওয়া হল। বন কর্তাদের দাবি, তাদের কাছে দোষ কবুল করেছে অভিযুক্ত। হাতে গরম প্রমানের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে জেলা আদালতে পাঠাল।

পুলিশ ও বন দফতর সুত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম বিপেন মাল। পুরাতন মালদহের নারায়ণপুর ঝাঁঝরা গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি। গত চারদিন আগে বেজিটিকে ধরে বাড়ি নিয়ে আসে। বেজিটিকে কাটার আগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়াছড়ি হতেই পোস্ট দেখে অভিযুক্তকে বাড়ি থেকে তুলে আনে বন বিভাগ।

বন বিভাগের এক কর্তা জানিয়েছেন, তাদের কাছে অভিযুক্ত তার দোষ স্বীকার করেছে। বন বিভাগের কর্তারা আরও জানান, বেজি প্রজাতির প্রাণী বর্তমানে লুপ্তপ্রায়। এই প্রাণীকে হত্যা করা, আটকে রাখা আইনত নিষিদ্ধ। অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

সাংবাদিকের ক্যামেরার সামনে অভিযুক্ত জানিয়েছে, তার ‘শালা’রা ভিডিও ফেসবুকে পোস্ট করেছিল।’ বেজি (Mongoose) খাওয়ার ব্যাপারে তার বক্তব্য সে সেটিকে মারেনি। হাতে কামড় দেওয়ার পড় ছেড়ে দিয়েছিল। তবে তার বিরুদ্ধে প্রাণীটিকে হত্যা করার প্রমাণ পেয়েছে বনদপ্তর। সেই ভিত্তিতেই আইনি তদন্ত চলছে।

About The Author