BJP-তে যোগ দিলেন WWE রেসলার ‘দ্য গ্রেট খালি’

বিজেপিতে যোগ দিলেন রেসলার দ্য গ্রেট খালি। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন তিনি। দ্য গ্রেট খালি হিমাচল প্রদেশের বাসিন্দা। রেসলার হিসেবে খ্যাতি রয়েছে তাঁর। ৭ ফুট ১ ইঞ্চি লম্বা দ্য গ্রেট খালি WWE পাশাপাশি টিভি ও চলচ্চিত্রেও কাজ করেছেন। তার আসল নাম দলীপ সিং রানা। বিজেপিতে যোগ দেওয়ার পরে এদিন প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন খালি।

বিজেপিতে যোগ দেওয়ার পরে, দ্য গ্রেট খালি বলেছেন যে বিজেপিতে যোগ দিয়ে তাঁর দারুন লাগছে। তিনি বলেন, এমন কোনো দেশ নেই যেখানে আমি রেসলিং করিনি। আমি যদি অর্থ উপার্জন করতে চাই তবে আমি আমেরিকাতেই থাকতাম। কিন্তু দেশের প্রতি ভালোবাসা আছে বলেই ভারতে এসেছি। আমি দেখেছি মোদীর মধ্যে দিয়ে দেশ সঠিক প্রধানমন্ত্রী পেয়েছে। ভাবলাম কেন দেশে থাকবো না, হাত মিলিয়ে দেশকে এগিয়ে নিতে অবদান রাখবো। খালি বলেন যে তিনি প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির আদর্শ দ্বারা প্রভাবিত।

About The Author