ওপার বাংলার রাজধানী শহর ঢাকার অলি-গলির রাস্তায় যেন রক্তবন্যা বইছে। কুরবানির ইদে রাস্তা ঘাটের ভয়ঙ্কর চেহারা দেখে আতকে উঠেছেন নেটাগরিকেরা। তাই দেখে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷
ইদের দিনেই বাংলাদেশের রাজধানী শহরের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ যা দেখে আতকে উঠেছে নেটদুনিয়া৷ প্রশ্ন উঠেছে ধর্মের নামে নৃশংসতা নিয়েও। নেটে ভাইরাল হওয়া ছবি আদোও এই ইদের কিনা তা স্পষ্ট নয়। তবে ফেসবুকে ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে ছবিগুলি ঢাকা শহরেরই। কুরবানি ইদে বৃষ্টির জল আর কুরবানির পশুর রক্ত মিশে ঢাকার রাস্তায় যেন রক্তের বন্যা বইছে।
কিন্তু কেন এরকম ভয়াবহ দৃশ্য দেখা গেল শহর জুড়ে? কুরবানির জন্য পশুহত্যা নতুন কিছু নয়৷ কিন্তু সমস্যা হয়েছে বৃষ্টির কারণে জমা জলে৷ তাতে রক্ত মিশে এমন অস্বস্তিকর ছবির জন্ম দিয়েছে৷ এরকম দৃশ্যে কার্যতই বিব্রত শহরবাসীরাও৷ জল নিকাশি সমস্যার সমাধান না হওয়ায় এই সমস্যা বলে মনে করা হচ্ছে৷ কুরবানির রক্ত জলে মিশে যে এমন পরিস্থিতি তৈরি হতে পারে তা বুঝে প্রশাসনের আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল৷ কুরবানির ইদে বৃষ্টির জল জমে এই রক্তনদীর জন্ম। রক্তধারার এমন ছবিই এখন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷