দিল্লিতে কুস্তিগীরদের প্রতিবাদ কার্যত গোটা দেশের নজর কেড়েছে। তাঁদের অভিযোগ, রেস্টলিং ফেডারেশনের প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং যৌন হেনস্থা করেছেন। কুস্তিগিররা অবিলম্বে তাঁর গ্রেফতারি চান। এই দাবি নিয়ে আন্দোলন করায় নারাজ কেন্দ্র সরকার। দিল্লিতে নয়া সংসদভবনের পছে কুস্তিগীরদের প্রতিবাদী মিছিল এগোতেই তাঁদের আটক ঘিরে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির ছবি উঠে আসে। প্রতিবাদের জোর বাড়িয়ে এরপর হরিদ্বারে গঙ্গায় মেডেল বিসর্জন দিতে পৌঁছান প্রতিবাদী কুস্তিগীররা।
গঙ্গায় মেডেল ভাসিয়েই দিচ্ছিলেন কুস্তিগীররা, আটকালেন কৃষক নেতারা
হরিদ্বারের ‘হর কি পৌরি’ ঘাটের কাছে বসে তাঁদের মেডাল গঙ্গায় ভাসিয়ে দেওয়ার উদ্যোগ নেন। তার আগে স্বভাবতই কান্না. ভেঙে পড়ে আবেগে ভেসে যান বহু সাক্ষী মালিক সহ কুস্তিগীররা। কুস্তিগীরদের এমন উদ্যোগকে রুখে দিয়ে মাঠে নামলেন কৃষক আন্দোলনের নেতা নরেশ তিকাইত। তিনি এই বিষয়ে মধ্যস্থতা করতে ৫ দিনের সময় চেয়ে নেন।
এদিন বহু টিভি চ্যানেলের দৃশ্যেই দেখা গিয়েছে যে, কুস্তিগীরররা তাঁদের মেডাল জলে ফেলার আগে আবেগাল্পুত। চোখের জলে কষ্টের অর্জিত গর্বের মেডাল ফেলে দেওয়া ঘিরে তাঁরা বেশ আবেগে ভাসছেন। এদিকে, হরিদ্বার পৌঁছে কৃষক নেতা নরেশ তিকায়েত আর্জি জানান, কুস্তিগীররা যেন গঙ্গায় মেডেল ভাসিয়ে না দেন। আর তার সঙ্গেই তিনি এই বিষয়ে আরও ৫ দিন সময় চেয়ে নেন কুস্তিগীরদের কাছ থেকে।