বিশ্বের সর্বোচ্চ রেল ব্রিজের ওপর দিয়ে চালু হল ট্রেন চলাচল

উত্তরবঙ্গে বড় বিপর্যয়ের মধ্যেই, দেশের উত্তরে বিরাট সাফল্য পেল ভারতীয় রেল। কাশ্মীর উপত্যকায় চেনাব নদীর ওপর তৈরি বিশ্বের সর্বোচ্চ রেল ব্রিজের ওপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হল।

বৃহস্পতিবার ট্রায়াল রানের অঙ্গ হিসেবে আস্ত একটি ট্রেন ছুটে গেল ব্রিজের ওপর দিয়ে। এই রেল ব্রিজের উচ্চতা প্যারিসের আইফিল টাওয়ারের থেকে আরও ৩৫ মিটার বেশি।

চেনাব নদীর ওপর মোট ৩৫৯ মিটার উঁচু এই ব্রিজ তৈরি করা মুখের কথা নয়। সেই ব্রিজেও ওপর দিয়েই আজ ট্রেন ছুটে গেল। ব্রিজটি লম্বায় প্রায় ১ দশমিক ৩ কিলোমিটার। ওপরে হাওয়ার গতিবেগ বেশি থাকে। তারমধ্যেই তৈরি এই ব্রিজ। খুব শীঘ্রই নিয়মিত চলবে ট্রেন।

রেলের দাবি, এটি বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হলে ভুল কিছু হবে না। আধুনিক সময়ের এক আশ্চর্য ইঞ্জিনিয়ারিং এই নির্মাণ। এবছরই উধামপুর থেকে শ্রীনগর বারামুলা পর্যন্ত রেলের যাতায়াত শুরু হয়ে যাবে। রেলের এক আধিকারিক বলেন, সকলের জন্য ভীষণ গর্বের মুহূর্ত আজ। 

 

About The Author