বিশ্বের প্রথম দেশ হিসেবে তালিবান নেতৃত্বাধীন আফগান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। মস্কোয় আফগান দূতাবাসে বদলে গেল দেশের পতাকা, সাদা রঙে রূপান্তর ঘটিয়ে কূটনৈতিক বার্তা দিল পুতিন প্রশাসন।
প্রায় চার বছর পর আন্তর্জাতিক স্বীকৃতির অপেক্ষায় থাকা আফগানিস্তানের তালিবান সরকার বৃহস্পতিবার এক ঐতিহাসিক পর্বে পৌঁছল। রাশিয়া হয়ে উঠল বিশ্বের প্রথম দেশ, যারা আনুষ্ঠানিক ভাবে তালিবান শাসনকে স্বীকৃতি দিল।
মস্কোর আফগান দূতাবাসে এতদিন উড়ছিল আফগানিস্তানের তিনরঙা পতাকা। বৃহস্পতিবার, সেই পতাকা বদলে তালিবানের সাদা পতাকা উত্তোলিত হয়। রুশ সংবাদ সংস্থা ‘তাস’-এর প্রতিবেদনে এই দৃশ্য তুলে ধরা হয়, যা রাশিয়ার অবস্থানের এক সুস্পষ্ট বার্তা বলেই মনে করছেন আন্তর্জাতিক কূটনীতিকরা।
এই স্বীকৃতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন জানা যায়, তালিবান নিযুক্ত আফগান দূত গুল হাসান হাসানকেও মস্কো সরকার তাদের অতিথি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এপ্রিলে তালিবান গোষ্ঠীর উপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা সরিয়ে নেওয়ার পর থেকেই এই সিদ্ধান্তের ইঙ্গিত মিলছিল।
রুশ বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আফগান সরকারের স্বীকৃতির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পারস্পরিক উন্নয়ন ত্বরান্বিত হবে।” এই পদক্ষেপকে তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ‘দ্বিপাক্ষিক সম্পর্কের মাইলফলক’ বলে অভিহিত করেছেন।
প্রসঙ্গত, আফগানিস্তানের পশ্চিম সীমান্তে ইরানের মতো দেশের উপস্থিতি, এবং আফগান ভূখণ্ডের কৌশলগত অবস্থান বিবেচনা করে রাশিয়ার এই কূটনৈতিক সিদ্ধান্তকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
যেখানে এখনো ভারত-সহ একাধিক দেশ তালিবান সরকারকে স্বীকৃতি না দিলেও যোগাযোগের দরজা পুরোপুরি বন্ধ করেনি, সেখানে রাশিয়ার এই সিদ্ধান্ত দক্ষিণ ও মধ্য এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে—এমনটাই মত পর্যবেক্ষকদের।