প্রবল বৃষ্টিতে সেবক-রংপো রেল টানেলে ধস, মৃত ২ শ্রমিক, আহত ৫

প্রবল বর্ষণের জেরে সেবক-রংপো রেল টানেলে মাটি ধসে মৃত্যু হল ২ শ্রমিকের। আহত আরও ৫। নির্মাণ কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ব্যাপক বৃষ্টিপাত শুরু হয় ওই এলাকায়। প্রবল বর্ষণের জেরেই ধসে পড়ে মাটি। এই ধসের জেরেই ১০ নম্বর রেলটানেলে ঘটেছে দুর্ঘটনা। আপাতত রেল টানেলের কাজ বন্ধ রয়েছে।

কালিম্পংয়ের জেলাশাসক জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কালিম্পংয়ের ভালুখোলা এলাকায় রেলটানেলে কাজ করছিলেন ৭ জন শ্রমিক। ধস নামায় রাত সাড়ে ১০টা নাগাদ সেখানে আটকে যান তাঁরা। সেখানে থেকে উদ্ধার করে সকলকে নিয়ে আসা হয়েছিল কালিম্পং জেলা হাসপাতালে। আহত ৫ জন শ্রমিকের মধ্যে ২ জনকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি ৩ জন কালিম্পং হাসপাতালে ভর্তি রয়েছেন।

About The Author